রিলিজ হল ওয়ার্ডপ্রেস ৪.০ – এখুনি দেখে নিন নতুন কি কি আছে এই ভার্শনে

বাংলা ব্লগওয়ার্ডপ্রেস৫ সেপ্টেম্বর, ২০১৪

রিলিজ হল ওয়ার্ডপ্রেস ৪.০ – এখুনি দেখে নিন নতুন কি কি আছে এই ভার্শনে

আজকে রিলিজ হল ওয়ার্ডপ্রেস এর নতুন ভার্শন ৪.০ । যদিও আগে এই ভার্শনের বেটা ভার্শন বের হয়েছিল, কিন্তু আজকে রিলিজ হল পাবলিক ভার্শন। যা সবার জন্য ব্যবহারের জন্য উন্মুক্ত। দারুন কিছু ফিচার যুক্ত হয়েছে নতুন এই ভার্শনে। ওয়ার্ডপ্রেসের এই ভার্শনের কোড নেম হলঃ “Benny”.

চলুন দেখে নেয়া যাক এই ভার্শনের নতুন কিছু ফিচারগুলি…

মিডিয়া লাইব্রেরী ডিজাইন

ওয়ার্ডপ্রেসের এই ভার্শনে মিডিয়া লাইব্রেরীতে যুক্ত হয়েছে দারুন গ্রিড লেয়াউট। এই গ্রিড লেআউট মিডিয়া লাইব্রেরীকে দারুন লুক দিয়েছে।

সহজ এম্বেডিং

আপনার সাইটে কোন ইউটিউব ভিডিও এম্বেড করতে চান? শুধুমাত্র ইউটিউবের লিঙ্কটা পেস্ট করুন, ওয়ার্ডপ্রেস স্বয়ংক্রিয়ভাবে ভিডিওটি এম্বেড করে দিবে। আর এই ভার্শনে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ারকিং সাইট টুইটারের জন্যও এই সুবিধা নিয়ে আসা হয়েছে। পোষ্টে কোন টুইটের লিঙ্ক পেস্ট করলে ওয়ার্ডপ্রেস স্বয়ংক্রিয়ভাবে পোষ্টটি এম্বেড করে দিবে।

সহজ Widgets ম্যানেজার

ওয়ার্ডপ্রেসের এই ভার্শনে Widgets প্যানেলে দারুন একটা ফিচার যুক্ত হয়েছে। Widgets ড্রাগ করে প্লেসমেন্ট করা অনেকের কাছে বিরক্তিকর। এখন থেকে আপনি ড্রাগ না করেই সাইডবারে Widgets যোগ করতে পারবেন।

এছাড়াও আরও অনেকগুলি ফিচার যুক্ত হয়েছে এই ভার্শনে। ব্যবহার করলে নিশ্চয় আপনার ভালো লাগবে এই ফিচারগুলি।

এই টপিকের আরও কিছু পোস্টঃ

© সোলায়মান হায়দার