কিভাবে ওয়ার্ডপ্রেস এর ইমোজি ফিচার বন্ধ করবেন

বাংলা ব্লগওয়ার্ডপ্রেস২৭ মে, ২০১৫

কিভাবে ওয়ার্ডপ্রেস এর ইমোজি ফিচার বন্ধ করবেন

ওয়ার্ডপ্রেস প্রত্যেক আপডেটেই কিছু না কিছু নতুন ফিচার এনে থাকে। বেশিরভাগ ফিচারই প্রয়জনিয় হলেও, কিছু কিছু ফিচার কারো জন্যে বিরক্তির কারণও। সেরকমই এক ফিচার হল টুইটার ওপেন সোর্স এর ইমোজির কোর সাপোর্ট। ওয়ার্ডপ্রেস ৪.২, যার কোড নেমঃ Powell তে এই ফিচারটি যোগ করা হয়েছে।

হ্যাঁ, এটা অনেকের জন্যই ভালো। কিন্তু আমরা কয় জনই বা পোস্টের মধ্যে ইমোশন আইকন ব্যবহার করি? দেখা যায় একটি পোষ্টেও ইমো ব্যবহার করলাম না। কিন্তু যেহেতু এটা কোর ফিচার, তাই ওয়ার্ডপ্রেস ইমোজির সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ফাইল লোড করে বসে আছে। ফলে কি হল? আপনি এটা ব্যবহার করছেন না, কিন্তু, সাইটের লোডিং টাইম বেড়ে গেলো।

এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। সবচেয়ে বেশী সমালোচনা হয়েছিলো এটা সোর্স এর জন্য। প্রথমে ইমোজি লোড হতো একটা এক্সট্রানাল সোর্স থেকে, ফলে অনেকেই প্রাইভেসির প্রশ্ন তুলে অভিযোগ করেছিল। পরের আপডেটে ওয়ার্ডপ্রেস ইমোজির কোর ফাইল তৈরি করে, লোকাল সোর্স থেকেই লিঙ্ক করে।

যায় হোক, যারা এই ফিচার টা বন্ধ করতে চাইছেন তাদের জন্য একটা কোড স্নিপেট দিচ্ছি।

remove_action( 'wp_head', 'print_emoji_detection_script', 7 );
remove_action( 'wp_print_styles', 'print_emoji_styles' );
Code language: JavaScript (javascript)

উপরের কোডটুকু functions.php তে যোগ করে দিন, ব্যস আপনার সাইটের ইমোজি ফিচার বন্ধ হয়ে যাবে। ফলে ওয়ার্ডপ্রেস আর ইমোজির সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ফাইল লোড করবে না।

এই টপিকের আরও কিছু পোস্টঃ

© সোলায়মান হায়দার